avertisements 2

‘এত তাড়াতাড়ি হতাশ হবেন না, বিশ্বকাপ শেষ হলে মন ভরে হতাশ হন’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:৩৩ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

সাকিব আল হাসান 

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে যাত্রা শুরু বাংলাদেশের। এরপর একের পর এক শুধুই হতাশা। টানা তিন পরাজয়ে ধূসর হয়ে আসছে সেমি-ফাইনাল খেলার স্বপ্ন। তবে এখনই হাল ছাড়তে নারাজ সাকিব আল হাসান। বরং টুর্নামেন্টের শেষ পর্যন্ত দেখার আহ্বান বাংলাদেশ অধিনায়কের। 

আগের সব বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য বা স্বপ্ন নিয়ে এবারের আসরে খেলতে নেমেছে বাংলাদেশ। শুরুটা দুর্দান্ত হলেও পরের তিন ম্যাচে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও ভারতের বিপক্ষে লড়াইও করতে পারেনি সাকিবের দল। তিন ম্যাচেই হেরেছে পরিষ্কার ব্যবধানে। 

সেমি-ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের পাঁচ ম্যাচের সবকটিই বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। সেই অভিযানে মুম্বাইয়ে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে মাঠের লড়াই।

বাংলাদেশের মতোই চার ম্যাচে একটিতে জিতেছে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এই অবস্থা থেকে এখনও স্বপ্ন পূরণের সম্ভাবনা দেখেন বাংলাদেশ অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে, এখনই হতাশ না হওয়ার আহ্বান জানান সাকিব।

“স্বপ্ন তো... এখনও ওই সম্ভাবনা আছে। আমরা (ভালো করতে) না পারলেও অন্যরা আমাদের সাহায্য করছে। ওইরকম যদি হতেই থাকে আর আমরা যদি নিজেদের একটু এগিয়ে নিতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। এখনও তো খুব ভালো সুযোগ আছে আমাদের। তো এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হয়েন। মন ভরে হতাশ হয়েন (হাসি)। কোনো সমস্যা নেই।”

বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থায় প্রোটিয়ারা। চার ম্যাচের তিনটি জিতেছে তারা। তিন ম্যাচেই আগে ব্যাট করে তারা পেয়েছে একশর বেশি রানে জয়। তাই কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। 

অন্য দলগুলোর কল্যাণে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকায়, এবার নিজেদের ভালো খেলার তাগিদ দিলেন বাংলাদেশ অধিনায়ক।

“এখান থেকে জিতে যেতে পারলে মোমেন্টাম আমাদের সাথে আসবে, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট টেবিল দেখলে খুব একটা বাজে অবস্থায়ও নেই (হাসি), সত্যি কথা। অন্যান্য দল আমাদের সহায়তা করছে। এখন আমাদের দায়িত্ব আমরা নিজেদের সাহায্য করে কতটা ভালো অবস্থায় যেতে পারি।”

বিষয়:

আরও পড়ুন

avertisements 2