ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদিকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০৪ পিএম, ১৭ জানুয়ারী,শনিবার,২০২৬
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন থেকে নয় জন বাংলাদেশি নাগরিকেকে উদ্ধার করেছে প্রতিবেশ দেশ ভারত। দেশটির ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে নাগরিকদের উদ্ধার করা হয়। নয় বাংলাদেশিকে জীবত উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে ভারতের বার্তা সংস্থা এএনআই সরকারি সূত্রের বরাত দিয়ে তাদের টুইটে এসব তথ্য জানায়। দুই সপ্তাহ আগ থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ‘অপারেশন গঙ্গা’র আওতায় নিজ দেশের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং তিউনিশিয়ার নাগরিকদের সরিয়ে আনে ভারত।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





