তালেবানশাসিত কাবুলে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৫৪ এএম, ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ছয় সপ্তাহ পেরিয়ে গেছে। সেখানে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা তুলে এনেছে এমন কিছু চিত্র।
যানজট লেগে আছে সড়কে আগের মতো। মানুষও রাস্তায় ভিড় করছেন। চমন-ই-হোজরি পার্কে তরুণরা ক্রিকেট খেলছে এবং ঐতিহ্যবাহী কুস্তির ম্যাচ দেখছে। আগে তালেবান যখন ক্ষমতায় ছিল তখন বহু খেলা নিষিদ্ধ করেছিল তারা। তবে এবার তেমনটি করতে দেখা যায়নি।
সম্প্রতি অনেক নারীকে ঘরের বাইরে বের হতে দেখা যাচ্ছে। তাদের কারও গায়ে লম্বা পোশাক এবং স্কার্ফ আবার অনেকে পুরো শরীর ঢেকে যায় এমন বোরকা পরে বের হচ্ছেন।





