তুরস্কে হঠাৎ বন্যায় নিহত ২৭
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০২:৫২ এএম, ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
ব্যাপক বৃষ্টিপাতের কারণে তুরস্কের কৃষ্ণ সাগরীয় প্রদেশগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে। বুধবার থেকে এ যাবত বন্যায় মারা গেছেন ২৭ জন। প্রাকৃতিক এই বিপর্যয়ে আরও কয়েকশ লোক আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকেই। আশ্রয়কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন হাজার হাজার লোক। শুক্রবার এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে যায়। এতে একটি এলাকার ডরমেটরিতে শিক্ষার্থীসহ ৭৪০ জন আটকা পড়েছেন। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় এক হাজার ৫০০ মানুষকে। এখনো প্রায় ৩৩০টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাঁচটি সেতু ভেঙে গেছে, তলিয়ে গেছে বহু সড়ক। তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। সেখানে হেলিকপ্টার ও নৌকাযোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।





