লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডারসহ নিহত ৩ কাশ্মীরে
লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডারসহ নিহত ৩ কাশ্মীরে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ১১:২৯ এএম, ২৪ আগস্ট,রবিবার,২০২৫

ভারত অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার রাতে জম্মু ও কাশ্মীরের সোপারে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হন। তাদের মধ্যে একজন লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডার রয়েছেন বলে জানা গেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার গভীর রাতে কাশ্মীরের বারমুল্লা জেলার সোপার এলাকায় অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। সিআরপিএফ, সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একসঙ্গে যৌথ অভিযান চালায়।
একপর্যায়ে তাদের গুলিতে তিনজন নিহত হয়। নিহতদের একজন মুদাসির পণ্ডিত। তিনি লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডার বলে জানানো হয়েছে।
কাশ্মীরে একাধিক হামলার ঘটনায় ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল মুদাসির পণ্ডিতের।
কাশ্মীরের পুলিশের আইজি বিজয় কুমার বলেন, উত্তরাঞ্চলীয় সোপারের গন্ড ব্রাথ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে এই গোলাগুলির ঘটনা ঘটে। লস্কর-ই তৈয়বার (এলইটি) কমান্ডার মুদাসিরকে হত্যা করা স্থানীয় জনগণের জন্য একটি বড় স্বস্তি। একাধিক কাউন্সিলর ও সাধারণ নাগরিকের হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি

দিল্লির মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে হামলার শিকার, গ্রেপ্তার ১
