বেলজিয়ামে স্কুল ভবন ধসে নিহত ৫ নির্মাণ শ্রমিক
বেলজিয়ামে স্কুল ভবন ধসে নিহত ৫ নির্মাণ শ্রমিক
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২০ জুন,রবিবার,২০২১ | আপডেট:  ১০:২১ পিএম,  ৩ নভেম্বর,সোমবার,২০২৫
                                
                        
                    বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে নির্মাণাধীন একটি স্কুল ভবন ধসে পাঁচ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
এতে আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার বিকালে ভবনটির একটি অংশ হঠাৎ ধসে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।
নিখোঁজ দুই শ্রমিকের লাশ শনিবার ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করেন দমকলকর্মীরা। তারা পর্তুগাল ও রোমানিয়ার শ্রমিক বলে জানা গেছে।
হতাহতদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা প্রশিক্ষিত কুকুর ও ড্রোন ব্যবহার করেন। শহরের নিউ জুয়িদ এলাকার এ প্রাথমিক বিদ্যালয়টি নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য ১ সেপ্টেম্বর খোলার কথা ছিল, ওই সময়সীমার মধ্যে কাজ শেষ করার জন্য তোড়জোড় করা হচ্ছিল।
দুর্ঘটনার কারণ বের করতে বিস্তারিত তদন্ত শুরু করা হবে বলে ভবন নির্মাণে নিয়োজিত কোম্পানির ব্যবস্থাপক জানিয়েছেন।
বেলজিয়ামের রাজা ফিলিপ শনিবার ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন এবং পুলিশ, দমকলকর্মী ও চিকিৎসাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দার ডি ক্রো এ সময় তার সঙ্গে ছিলেন।


                                    
                                    
                                    
                                    
                                    


