avertisements 2

ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে নিহত অন্তত ৪৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৫৪ পিএম, ৪ মার্চ,সোমবার,২০২৪

Text

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পায়ের নিচে চাপা পড়ে নিহত হয়েছে অন্তত ৪৪ জন। দেশটির দৈনিক পত্রিকা জানিয়েছে মৃতের সংখ্যা। আহত হয়েছে বহু মানুষ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মেরোন পর্বতে হয় এ দুর্ঘটনা। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।

কর্তৃপক্ষ জানায়, অর্থোডক্স ইহুদিদের বার্ষিক ধর্মীয় উৎসব ‘লাগ বোমারে’ যোগ দিতে বৃহস্পতিবার রাতেই মেরোনে জড়ো হয় লাখো মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। পড়ে যায় অনেকে। করোনা মহামারির জন্য গত বছর এই আয়োজন হয়নি। তবে এ বছর সফল ভ্যাকসিন কার্যক্রমের পর ইসরায়েলে অনেক বিধিনিষেধ তুলে নেয়া হয়।

এ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০০ জন । যাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। হিব্রু গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা ৪৪-র উপরে উঠেছে। ম্যাগন ডেভিড অ্যাডম উদ্ধার পরিষেবা নিশ্চিত করেছে যে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে।

এমডিএর মহাপরিচালক এলি বিন ইয়নেট নিউজ সাইটকে জানিয়েছেন, কমপক্ষে ৩৮ জন মারা গেছেন এবং আহতদের সাফদের জিভ হাসপাতালে, নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টার, হাইফার রামবাম হাসপাতাল, টাইবেরিয়াসের পোরিয়া হাসপাতাল এবং অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, একটি কনসার্টের কয়েক ডজন অংশগ্রহণকারী পিচ্ছিল ওয়াকওয়ে ধরে চলার সময় এবং নীচে ডমিনো প্রভাব ফেলতে গিয়ে নীচের অংশের উপর পড়ে “পিছলে” গিয়েছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2