avertisements 2

হাসপাতালের একটি শয্যায় দু’জন কোভিড রোগী,

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৬ পিএম, ১৬ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:৪৮ এএম, ২৭ আগস্ট, বুধবার,২০২৫

Text

হাসপাতালের একটি শয্যায় শুয়ে রয়েছেন দু’জন। দু’জনের মুখেই লাগানো অক্সিজেন মাস্ক। এ রকমই চিত্র দেখা গিয়েছে দিল্লির একটি সরকারি হাসপাতালে। আকাশ ছোঁয়া সংক্রমণের জেরে দেশ জুড়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। তার জেরেই এ রকম পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন দেশের হাসপাতালে।

দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি) একাধিক শয্যায় দু’জন করে শুয়ে থাকতে দেখা গিয়েছে। দেশে কোভিড নিরাময় কেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম বড়। দেড় হাজারেরও বেশি শয্যা রয়েছে এখানে। কিন্তু সব শয্যা ভর্তি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুরেশ কুমার। তিনি বলেছেন, ‘‘আমরা ইতিমধ্যে সম্পূর্ণ ধারণক্ষমতা নিয়ে কাজ করছি। কিন্তু লোকজনের গা-ছাড়়া মনোভাব, কোভিড বিধি মেনে না চলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’’ বৃহস্পতিবার ওই হাসপাতালে ১৫৮ জন নতুন করে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এক শয্যাতে দু’জনের পাশাপাশি মর্গের বাইরে রোদের মধ্যে মৃতদের আত্মীয়দের লম্বা লাইনও তুলে ধরছে দিল্লিতে কোভিড পরিস্থিতির ভয়াবহতা। দিল্লিতে গত কয়েক দিনে ১৬-১৭ হাজার জন রোজ আক্রান্ত হচ্ছেন। করোনার প্রথম পর্বেও এত লোক একদিনে আক্রান্ত হননি রাজধানীতে। দেশের পরিস্থিতিরও অবনতি হয়েছে। এ বছরের শুরু দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ১০ হাজারের নীচে। এখন তা পৌঁছে গিয়েছে ২ লক্ষের উপরে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2