২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যে ‘উল্লেখযোগ্য’ হারে শুল্কের হুমকি ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ আগস্ট,
বুধবার,২০২৫ | আপডেট: ০১:০২ পিএম, ৭ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক “উল্লেখযোগ্য হারে” বাড়ানোর হুমকি দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সিএনবিসি টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর এই শুল্ক বাড়ানো হবে, কারণ ভারত এখনও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে। খবর এনডিটিভির।
ট্রাম্প বলেন, “ভারত আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে ততটা করতে পারি না। আমরা ২৫ শতাংশ শুল্কে স্থির হয়েছিলাম, কিন্তু এখন আমি সেটা উল্লেখযোগ্যভাবে বাড়াতে যাচ্ছি, কারণ তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে।”
এর আগের দিনই ট্রাম্প বলেছিলেন, তিনি ভারতের ওপর শুল্ক “বেশি হারে” বাড়াতে যাচ্ছেন এবং অভিযোগ করেছিলেন, ভারত রাশিয়ান তেল কিনে তা পুনরায় বিক্রি করে মুনাফা করছে।
এই মন্তব্যের জবাবে ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, রাশিয়া থেকে তেল আমদানি এখন “আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে বাধ্যতামূলক” এবং যারা সমালোচনা করছে তারাও নিজেরা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ইউরোপের দেশগুলো শুধু জ্বালানি নয়, রাশিয়া থেকে সার, খনিজ, রাসায়নিক, লোহা-ইস্পাত, যন্ত্রপাতি এবং পরিবহন সামগ্রী আমদানি করছে।”
বিবৃতিতে আরও জানানো হয়, ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছে এবং তারা রেকর্ড ১৬.৫ মিলিয়ন মেট্রিক টন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে।
ভারত জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, ৩১ জুলাই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে ভবিষ্যতে আরও শাস্তিমূলক পদক্ষেপের হুমকি দেন।
এই বাণিজ্য উত্তেজনা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।