‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ আগস্ট,
বুধবার,২০২৫ | আপডেট: ০৪:০৬ এএম, ২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসা করে রসিকতা করে বলেছেন, ‘তার ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো।’ ট্রাম্প আরও বলেন, “সে এখন একজন তারকা—সে সুন্দরী, স্মার্ট এবং দারুণ একজন মানুষ।”
গত ১ আগস্ট প্রচারিত ওই কথোপকথনে ট্রাম্প এসব কথা বলেন। খবর ব্রিটিশ অনলাইন সংবাদপত্র গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের।
ট্রাম্পের এই বক্তব্য আসে ঠিক তখন, যখন লেভিট তার এক বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি ভারত-পাকিস্তান, ইসরায়েল-ইরান এবং রুয়ান্ডা-কঙ্গোর মতো অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগী আরও দাবি করেন, এমন কূটনৈতিক সফলতার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।
উল্লেখ্য, মাত্র ৩০ বছর বয়সী ক্যারোলিন লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্টের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক সাংবাদিক লেভিট ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও হোয়াইট হাউসের প্রেস টিমে কাজ করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ভারত ভ্রমণে বাধ্যতামূলক করা হলো নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে কার্যকর

ঝড় উপেক্ষা করে ফ্লোটিলায় শহিদুল আলম কেমন আছেন, জানালেন নিজেই

কাশির সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যু: নিরাপদ প্রমাণে খেয়ে ডাক্তারও অজ্ঞান!

ইসরায়েলি হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
