avertisements 2

মেয়ের পাকিস্তান সফরের বিষয়ে জানতেন না ভারতে গ্রেপ্তার ইউটিউবারের বাবা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মে, বুধবার,২০২৫ | আপডেট: ০৮:৪৪ এএম, ২১ মে, বুধবার,২০২৫

Text

 জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ছবি :সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার বাবা হরিশ মালহোত্রা দাবি করেছেন, তার মেয়ে প্রতিবেশী দেশে গিয়েছিল, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি আরও জানান, মেয়ের ইউটিউব চ্যানেল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। খবর এনডিটিভির। 

আজ মঙ্গলবার (২০ মে) ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হরিশ মালহোত্রা বলেন, ‘সে আমাকে বলত, দিল্লি যাচ্ছে। সে আমাকে (পাকিস্তান যাওয়ার বিষয়ে) কখনও কিছু বলেনি।’

যদিও এর আগে গ্রেপ্তারের পর একটি মন্তব্যে ওই ইউটিউবারের বাবা বলেছেন, ‘জ্যোতি ভিডিও শুট করার জন্য পাকিস্তান গিয়েছিলেন।’ তবে তিনি এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন বলছেন, ‘সে বাড়িতে বসেই ভিডিও বানাত।’

৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারের বাসিন্দা এবং ‘ট্রাভেল ইউথ জো’ (Travel with JO) নামে একটি ইউটিউব চ্যানেল চালান, যার প্রায় চার লাখ সাবস্ক্রাইবার রয়েছে। গত সপ্তাহে তথ্য পাকিস্তানের কাছে পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করে ভারতীয় সামরিক বাহিনী।

পুলিশ জানিয়েছে, জ্যোতির পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ছিল। তিনি অন্তত দুবার পাকিস্তান সফর করেছেন। তার ইউটিউব চ্যানেলে আপলোড করা ৪৫০টিরও বেশি ভিডিওর মধ্যে কয়েকটিতে পাকিস্তান ভ্রমণের চিত্র দেখা গেছে, যার শিরোনাম ছিল ‘ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান’, ‘ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর’ ইত্যাদি।

পুলিশ আরও জানিয়েছে, গত ২২ এপ্রিলের পেহেলগাম হামলার আগে জ্যোতি কাশ্মীর গিয়েছিলেন এবং তারও আগে পাকিস্তান সফর করেছিলেন।

হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান জানান, পুলিশ এই সফরগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা বের কারার চেষ্টা করছে। পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এই ইউটিউবারের অর্থনৈতিক লেনদেনের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সামরিক সংঘাতের সময়ও জ্যোতি নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত একজন পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে অভিযোগ রয়েছে। জ্যোতি মালহোত্রা পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া অন্তত ১২ জনের মধ্যে একজন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2