avertisements 2

ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়ল ভবন, আটকা ৪৩

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ মার্চ,শনিবার,২০২৫ | আপডেট: ১২:০২ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

ছবি: সংগৃহীত

মিয়ানমারে ৭ দশমিক ৭ ও ছয় দশমিক ৪ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার দুপুরে মধ্য মিয়ানমারে আঘাত হানা এ দুটি ভূমিকম্পে ইয়াঙ্গুন এবং প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূঅভ্যন্তরের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। প্রথমবার আঘাত হানার কিছু সময় পর আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।   

বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ানমারে ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট ফাটল দেখা গেছে এবং ভবনের টুকরো খসে পড়েছে।

এদিকে ভূমিকম্পে মিয়ানমারের ইরাবতী নদীতে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে।  ৯১ বছরের  পুরোনো এই সেতু সাগাইং সেতু নামেও পরিচিত।

মিয়ানমারের ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার জন্য ইয়াঙ্গুনে অনুসন্ধান শুরু করেছি এবং ঘুরে দেখছি। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।’

প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়ে বাসিন্দারা উঁচু ভবন থেকে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছাদের পুল থেকে পানি গড়িয়ে নিচে পড়েছে। 

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন জানায়, ব্যাংককের চাতুচাক এলাকায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সেখানে ৪৩ জন নির্মাণশ্রমিক আটকা পড়েছেন। ব্যাংককে কিছু মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2