‘ভারতের কারসাজি বেলুচিস্তানে ট্রেন ছিনতাই’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মার্চ,রবিবার,২০২৫ | আপডেট: ০৬:১৫ এএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনার প্রধান পৃষ্ঠপোষক ভারত। শুক্রবার (১৫ মার্চ) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ কথা বলেছেন। জাফর এক্সপ্রেসে হামলার ঘটনা একই নীতির ধারাবাহিকতা বলেও উল্লেখ করেছেন তিনি।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের ডিজি বলেন, বেলুচিস্তানে সর্বশেষ হামলা এবং অতীতে সংঘটিত অন্যান্য সন্ত্রাসী ঘটনায় আমরা বুঝতে পারি যে এই হামলার প্রধান পৃষ্ঠপোষক পূর্বাঞ্চলীয় প্রতিবেশী।
তিনি বলেন, ঘটনার পরপরই ভারতীয় গণমাধ্যম হামলাকারীদের সমর্থনে একটি মিডিয়া যুদ্ধ শুরু করে।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, জাফর এক্সপ্রেসের ঘটনা পাকিস্তানে সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার ভারতীয় নীতির ধারাবাহিকতা।
ভারতীয় গণমাধ্যমের তীব্র নিন্দা জানিয়ে আইএসপিআর এর ডিজি বলেন, জাফর এক্সপ্রেসে হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষপূর্ণ প্রচারণা ছড়িয়ে দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়।
ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে অতিরঞ্জিত করার জন্য ভুয়া ভিডিও ব্যবহার করে প্রচারণা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রেন ছিনতাইয়ের পর রক্তক্ষয়ী অভিযানের মাধ্যমে তিন শতাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে। যদিও এ ঘটনায় ৩৩ হামলাকারীসহ মোট ৫৮ জন নিহত হয়েছেন।
এর আগে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ ও তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ করেন।
যদিও ইসলামাবাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আস্তানা’ আখ্যা দিয়ে অন্যদের দোষারোপ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ভারত।
সূত্র: জিও নিউজ
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি

দিল্লির মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে হামলার শিকার, গ্রেপ্তার ১
