রাজনৈতিক স্বার্থে জিম্মি বিনিময়ের দ্বিতীয় ধাপে বাধা দিচ্ছেন নেতানিয়াহু!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ ফেব্রুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ০১:৪১ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইল-হামাস জিম্মি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করছেন বলে দাবি করেছেন একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা। ইসরাইলি গণমাধ্যম ইয়ানেটকে দেওয়া এক বিবৃতিতে এই কর্মকর্তা জানান, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে জিম্মিদের জীবনের বিনিময়ে কৌশল অবলম্বন করছেন।
তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জিম্মিদের জীবন নিয়ে খেলছে নেতানিয়াহুর প্রশাসন। প্রতিবার মনে হয় এর চেয়ে নিচে নামা সম্ভব নয়, কিন্তু তারপর দেখা যায়, আরও নিচে নামার পথ এখনো বাকি রয়েছে।
এই কর্মকর্তা আরও জানান, চুক্তি অনুযায়ী ৩ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো আলোচনা শুরু করা হয়নি, যা চুক্তির শর্ত ভঙ্গের শামিল।
তিনি সতর্ক করে বলেন, যদি ইসরাইল এখনই দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করেও, তাতেও ২ মার্চের মধ্যে চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে না, কারণ সময় অত্যন্ত কম।
চুক্তির শর্ত অনুযায়ী, দুই পক্ষ যদি আন্তরিকতার সঙ্গে আলোচনায় থাকে, তাহলে প্রথম ধাপ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। তবে নেতানিয়াহুর দল আলোচনার কোনো ইঙ্গিতই দিচ্ছে না বলে অভিযোগ করেছেন এই কর্মকর্তা।
তিনি বলেন, নেতানিয়াহু ও তার সমর্থকরা রাজনীতির ফাঁদে আটকা পড়েছেন। তারা বাস্তব পরিস্থিতি বা আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে কোনো নজর দিচ্ছেন না। তাই তিনি নিশ্চিত করতে চাইছেন , দ্বিতীয় ধাপ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তবে তিনি হামাসকেও দোষারোপ করছেন না, কারণ তাতে প্রমাণ হয়ে যাবে, ইসরাইল আসলেই আলোচনা চায়।
নেতানিয়াহুর এই অবস্থানের কারণে জিম্মি বিনিময় চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইসরাইল-হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা কিছু জটিলতার সম্মুখীন হলেও এটি ‘অবশ্যই শুরু হতে যাচ্ছে’ এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটি বাস্তবায়ন দেখতে চান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি

দিল্লির মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে হামলার শিকার, গ্রেপ্তার ১
