ভারতে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে সিঁদুর পরালেন ছাত্র, ভিডিও ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০৯:০৬ পিএম, ২৬ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে শ্রেণিকক্ষে এক কলেজছাত্রকে তার শিক্ষিকা বিয়ে করছেন, এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিয়েতে হিন্দু রীতি অনুযায়ী হলুদ, মালা বিনিময় ও মণ্ডপের চারপাশে সাতবার ঘোরার মতো সব আচার-অনুষ্ঠান পালন করা হয়। খবর এনডিটিভির।
কলকাতা থেকে ১৫০ কিলোমিটার দূরে নদীয়ার হরিণঘাটা প্রযুক্তি কলেজের মনোবিজ্ঞান বিভাগে এ ঘটনা ঘটে। কলেজটি মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের অধীনে পরিচালিত হয়।
ভিডিওতে দেখা যাওয়া ওই অধ্যাপকের নাম পায়েল বন্দ্যোপাধ্যায়। তাকে কনের পোশাকে এবং মালা পরিহিত অবস্থায় দেখা যায়। তবে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, এটি আসল বিয়ে ছিল না। এটি শুধু শ্রেণিকক্ষের ভেতরে একাডেমিক অনুশীলনের অংশ ছিল।
ইতোমধ্যে শিক্ষিকা পায়লকে সাময়িক অব্যাহতি দিয়ে ঘটনার তদন্তে তিন সদস্যের কমটি গঠন করা হয়েছে। কলেজের কর্মকর্তারা বলেন, আমরা যথাযথ তদন্ত ছাড়া কোনো কঠোর ব্যবস্থা নিতে পারি না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ওই কলেজছাত্রের গায়ে হালুদ মেখে দিচ্ছে। এ ছাড়া শিক্ষিকা ও ছাত্র পরস্পরকে মালা বিনিময় করতে দেখা যায়। এরপর হিন্দু রীতি অনুযায়ী তারা বিয়ের মণ্ডপের চারপাশে সাত পাঁক ঘোরেন। তারপর ওই ছাত্রকে শিক্ষিকার কপালে সিঁদুর লাগাতে এবং তাকে একটি গোলাপ দিতে দেখা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের একটি প্যাডে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করে স্বাক্ষর করেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
পায়েল বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে ওই কলেজে মনোবিজ্ঞান পড়ান। তিনি দাবি করেন, এই কাজটি একটি ‘মনস্তাত্ত্বিক নাটকের’ অংশ, যা তিনি তার ক্লাসে পাঠদানের কাজে ব্যবহার করেছেন। তাকে অপমানের উদ্দেশ্যে ভিডিওটি ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ওই কলেজ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি

দিল্লির মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে হামলার শিকার, গ্রেপ্তার ১
