যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলি, হামলাকারীসহ নিহত ৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৩:৩৭ পিএম, ১৬ জানুয়ারী,শুক্রবার,২০২৬
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি খ্রিস্টান স্কুলে ১৭ বছর বয়সী এক ছাত্রীর গুলিতে এক শিক্ষক ও একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী ছাত্রীও প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
বিবিসি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন টিনএজার।
ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, ‘নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।’
ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।
ঘটনার প্রতিক্রিয়ায় উইসকনসিনের গভর্নর টনি ইভার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যাবানড্যান্ট লাইফ স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষায় আছি এবং ফার্স্ট রেস্পন্ডারদের প্রতি কৃতজ্ঞ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।’
অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুল একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং তাদের ওয়েবসাইট অনুসারে কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পর্যন্ত প্রায় ৩৯০ জন শিক্ষার্থী রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





