সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৯:০৮ পিএম, ১৭ জানুয়ারী,শনিবার,২০২৬
ছবি: সংগৃহীত
সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজার ৪৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।
শনিবার (৭ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ হাজার ৪৮৯ জনের মধ্যে ১০ হাজার ৮২৪ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪ হাজার ৬৩৮ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং ৩ হাজার ২৭ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৬ শতাংশ ইউথোপিয়ান, ৪২ শতাংশ ইয়ামেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের।
সৌদি থেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় ৫৭ জনকে এবং অবৈধদের পরিবহন ও আশ্রয়ের জন্য আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প





