avertisements 2

ফোনে পাচ্ছিলেন না কেউ

মুম্বাইয়ে তালাবন্ধ ফ্ল্যাট থেকে বিমানবালার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:৩৭ এএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

নিহত রুপাল ওগ্রে/সংগৃহীত

অনেকবার ফোন করেও কোনও সাড়া পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। তাই বাধ্য হয়ে বন্ধুদের খোঁজ নিতে বলেছিলেন তারা। বন্ধুরা এসে ফ্ল্যাটটি ভেতর থেকে তালাবন্ধ দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। আর পুলিশ এসে উদ্ধার করে এক বিমানবালার রক্তাক্ত মরদেহ।

এই ঘটনায় এক সুইপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্যরা অনেকবার ফোন করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। এরপর তারা বিষয়টি তার (রুপাল ওগ্রে) বন্ধুদের জানান। বন্ধুরা এসে ফ্ল্যাট তালাবন্ধ অবস্থায় দেখতে পান। পুলিশ এসে বিমানবালার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

নিহত রুপাল ওগ্রে ভারতের ছত্তিশগড় প্রদেশের বাসিন্দা। তিনি এয়ার ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর থেকে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন। সেখানে তিনি তার বোন ও তার প্রেমিকের সঙ্গে থাকতেন। সম্প্রতি তার বোন এবং প্রেমিক মুম্বাইয়ের বাইরে যান। এরপরই তার মরদেহ উদ্ধার করা হলো।

 রুপালের মৃত্যুর ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম বিক্রম অটওয়াল এবং তিনি ওই অ্যাপার্টমেন্টে ঝাড়ুদার হিসাবে কাজ করতেন। এই ঘটনায় বিক্রমের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়ছে, বিক্রমের মাথায় আঘাত রয়েছে। তাদের ধারণা, রুপালকে আক্রমণ করার পর তিনি হয়তো প্রতিরোধের চেষ্টা করেছিলেন। আর তাতেই মাথায় আঘাত পেয়েছেন বিক্রম। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2