ব্রাজিলে প্রবল বৃষ্টি, ধস, বন্যায় নিহত ২১
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ সেপ্টেম্বর,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:৫০ এএম, ১৮ জুলাই,শুক্রবার,২০২৫

ব্রাজিলে প্রবল বৃষ্টির পর ধস ও বন্যায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। প্রায় ছয় হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। খবর ডয়েচে ভেলের সরকারি মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ব্রাজিল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। অন্তত ২১ জন মারা গেছেন। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ ইঞ্চির বেশি বৃষ্টি পড়েছে।
তিনি জানান, পানি কিছুটা কমার পর সেখানে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন। কয়েকশ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। লুয়ানা দা লুজ শহরের এক বাসন্দা বলেছেন, 'সকাল থেকে বন্যার জল বাড়িতে ঢুকে পড়েছে। আমরা উঁচু জায়গায় জিনিসপত্র রাখতে শুরু করি। তাতেও কোনো লাভ হয়নি।’ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানান, তিনি ও তার সরকার সাধারণ মানুষের পাশে আছে। সরকার তাদের সবরকম সাহায্য করবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

তিব্বতে বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন চীনের, উদ্বিগ্ন ভারত ও বাংলাদেশ

ভারতে এক নারীকে বিয়ে করলেন দুই ভাই, খুশি নববধূও

সৌদি আরবের ‘ঘুমন্ত প্রিন্স’ আল-ওয়ালিদ মারা গেছেন

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল
