avertisements 2

৩২ বছর পর অলিম্পিকের আয়োজন করছে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৩৪ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

দীর্ঘ ৩২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরছে ক্রীড়া বিশ্বের সর্ববৃহৎ আসর। ২০৩২ অলিম্পিকের আয়োজক শহর হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনকে বেছে নেয়া হয়েছে।  
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।  
অস্ট্রেলিয়া ছাড়াও ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের আগ্রহ দেখিয়েছিল হাঙ্গেরি, চীন, জার্মানির মতো দেশ। তবে বাকি শহরগুলোকে পেছনে ফেলে ৭৫-৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয় ব্রিসবেন। 
এর আগে ২০০০ সালে সিডনিতে অলিম্পিক অনুষ্ঠিত হয়
আইওসি প্রধান থমাস বাখ বলেন, আজকের এই ভোটে ব্রিসবেন এবং কুইন্সল্যান্ড ২০৩২ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের আয়োজক হিসেবে   নির্বাচিত হয়েছে। আমরা গত কয়েক মাসে আইওসি সদস্য এবং আন্তর্জাতিক ফেডারেশনগুলোর  কাছ থেকে প্রচুর ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি।
আয়োজক হিসেবে ব্রিসবেনের নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে পুরো অস্ট্রেলিয়া। বাজি পোড়ানো হয় ব্রিসবেন শহরে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা জানি কী ভাবে অলিম্পিক আয়োজন করতে হয়। 
ব্রিসবেনের আগে তথা ২০২৮ সালের অলিম্পিক আয়োজিত হবে লস অ্যাঞ্জেলসে। আর ২০২৪ সালের আসর বসবে প্যারিসে।  আগামীকাল শুক্রবার পর্দা উঠবে টোকিও অলিম্পিকের।

বিষয়: অলিম্পিক

আরও পড়ুন

avertisements 2