শিক্ষার্থীদের অস্ট্রেলিয়াকে পছন্দ করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবতে বলেছে চীন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:৪১ পিএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

করোনা মহামারীর প্রেক্ষাপটে এশীয়দের টার্গেট করে অস্ট্রেলিয়ায় বর্ণবাদী ঘটনা বাড়ছে। এর আগে অস্ট্রেলিয়ায় ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিল চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। এর পরেই আসে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা। গত বছরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে প্রথম করোনাভাইরাসের উদ্ভব হয়েছিল।
এক বিবৃতিতে সঠিকভাবে ঝুঁকি মূল্যায়ন করতে বিদেশি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া অস্ট্রেলিয়া ফিরে যেতে কিংবা সেখানে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করে দেয়া হয়েছে। রোববার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার খবরে বলা হয়, থিংক ট্যাংক প্রতিষ্ঠান পার ক্যাপিটালের একটি জরিপে জানা গেছে– গত ২ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ায় ৩৮৬টি বর্ণবাদী ঘটনা ঘটেছে। এতে থুতু নিক্ষেপ থেকে শারীরিক ভীতি প্রদর্শনও করা হয়েছে।
করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের সম্পর্কে টানাপোড়েন চলছে। কীভাবে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে, তা নিয়ে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল অস্ট্রেলিয়া। এর পর দেশটির বার্লি আমদানিতে শুল্কারোপ করে চীন। এ ছাড়া বেশ কয়েকটি অস্ট্রেলীয় উৎস থেকে গো-মাংস আমদানিও বন্ধ করে দেয়। যদিও বেইজিং বলছে, তাদের এই পদক্ষেপ কোভিড-১৯ সম্পর্কিত বিতর্ককেন্দ্রিক নয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
