অস্ট্রেলিয়াজুড়ে ‘শাটডাউন’ শুরু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ মার্চ,সোমবার,২০২০ | আপডেট: ১২:১৭ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

কেরানাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার অস্ট্রেলিয়াজুড়ে ‘শাটডাউন’ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরের পর থেকে বার, ক্লাব, জিম, সিনেমা হল এবং উপাসনালয়গুলো বন্ধ করা হয়েছে। এবং ক্যাফে -রেস্ট্রুরেন্টে খাবার খাওয়ার জন্য অবস্থান করা যাবে না। রোববার (২২ মার্চ) জাতীয় কেবিনেট মিটিং শেষে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দেন।
অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা খুব দ্রুতই বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ১৬০০ অধিক আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭জনের মৃত্যু হয়েছে। দেশটির সিডনি শহরের নিউ সাউথ ওয়েলসে ৫৩৩ জন, মেলবোর্নে ২৯৫ এবং কুইন্সল্যান্ডে ২৫৯ জন আক্রন্ত হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার কবলে পড়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সুপারমার্কেট, পেট্রোল পাম্প, ফার্মেসি এবং হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই স্কুল খোলা রাখতে, তবে অভিভাবকরা চান তাদের সন্তানদের ঘরে রাখতে। তারা ইচ্ছা করলে তা করতে পারেন। ‘আমাদের সন্তানদের একটি শিক্ষাবছর নষ্ট হোক তা চাই না’- বলেন স্কট মরিসন। এদিকে ভিক্টোরিয়াসহ কিছু কিছু রাজ্যে স্কুল এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে। বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত ১৩ হাজার ৫৯৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
