avertisements 2

সিডনি থেকে মেলবোর্নগামী ট্রেন লাইনচ্যুত হয়ে ২ জন নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২০ | আপডেট: ০৯:৪১ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

Text

অস্ট্রেলিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সিডনি থেকে মেলবোর্নগামী এক্সপ্রেস ট্রেনটি ওয়ালেন শহরে লাইনচ্যুত হয়। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে বিমানে করে মেলবোর্নের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি বগি উল্টে লাইনের একপাশে পড়ে আছে। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা জানা যায়নি। ট্রেনটিতে ২০০ যাত্রী ছিল। স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের ৪৫ কিলোমিটার উত্তরে এটি লাইনচ্যুত হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2