নিউ সাউথ ওয়েলসে দমকল কর্মীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৩:০৩ পিএম, ৩০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫
অস্ট্রেলিয়ায় দাবানল অব্যাহত রয়েছে। দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানলের আগুনে পুড়ে এক দমকল কর্মী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল বাহিনীর সদস্যরা দাবানলের আগুন নেভাতে গেলে তাদের গাড়িতে আগুন লাগে।
এর ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত দমকল কর্মীর নাম স্যামুয়েল ম্যাকপল। তার বয়স ২৮ বছর। এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে উচ্চ তাপমাত্রা ও দমকা হাওয়ার ফলে দাবানল ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মানুষকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। ভিক্টোরিয়া রাজ্যে আগুনের ১১ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে দাবানল ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা
অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন
অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত





