দাবানলে পুড়ে ধ্বংস সিডনির দক্ষিণ-পশ্চিমের বালমোরাল শহর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০১৯ | আপডেট: ০৯:৫৪ পিএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

ভয়াবহ দাবানলে পুড়ছে গোটা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এখনো হুমকির মুখে রয়েছে বৃহত্তর সিডনিসহ দেশটির বিভিন্ন অঞ্চল। এর মধ্যে ভয়াবহ দাবানল পুড়িয়ে ছাই করে দিয়েছে গোটা একটি শহরকে। বিপর্যয়কর আগুনে মাটিতে মিশে গেছে প্রায় পুরো একটি জনপদ।
সিডনির দক্ষিণ-পশ্চিমের বালমোরাল শহরটিতে `তেমন কিছুই আর অবশিষ্ট নেই’ বলে জনিয়েছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডি বেরেজিক্লিয়ান। যে শহরটিতে প্রায় ৪শ’ মানুষের বাস। শুষ্ক এবং গরম আবহাওয়ার মধ্যে এখনো অস্ট্রেলিয়ার তিনটি রাজ্যে দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে।
বালমোরালে অনেক সংগ্রাম করে আগুন থেকে বাঁচতে পেরেছে কেউ কেউ। বালমোরাল শহরটি কয়েকদিনের মধ্যে দুইবার ভয়াবহ দাবানলের শিকার হয়েছে প্রতিকূল বাতাসের কারণে। ঘরবাড়ি সব পুড়ে যাওয়ায় এবং নিরাপত্তাজনিত কারণে লোকজনকে এখনো শহরটিতে ফিরতে দেওয়া হচ্ছে না। নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্ল্যাডি বেরেজিক্লিয়ান বলেন, “যারা সম্পত্তি খুইয়েছে, বাড়িঘর হারিয়েছে তারা শহরে গিয়ে পরিস্থিতি কি তা দেখতে চাইছে।
আমরাও চাই মানুষ যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফিরে যাক। কিন্তু এখনো পরিবেশ নিরাপদ নয়।” সেপ্টেম্বর থেকে শুরু করে অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে অন্তত ৯ জন নিহত হয়েছে। শত শত বাড়ি পুড়ে গেছে। হেক্টরের পর হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়েছে। এ পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দেশের বাইরে ছুটিতে থাকায় মানুষজনের সমালোচনারও শিকার হয়েছেন। শনিবার তিনি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
