ফটোগ্রাফার খুঁজছেন অস্ট্রেলিয়ান কোটিপতি, বেতন মাসে ৩২ লাখ টাকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০১৯ | আপডেট: ০৪:১৭ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বিশ্বের বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরতে হবে তার সঙ্গে। সেখানে গিয়ে তুলতে হবে ছবি। এই কাজের জন্য লোক খুঁজছেন অস্ট্রেলিয়ান কোটিপতি ম্যাথিউ লেপ্রে। এই কাজের জন্য তিনি প্রতি মাসে বেতন দেবেন ৩৭ হাজার ৬০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩২ লাখ টাকা। স্বপ্নের কাজ বলতে যা বোঝায়, যেন সেটাই অফার করছেন ওই অস্ট্রেলীয়।
ম্যাথিউ লেপ্রে ইকম ওয়ারিয়র অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি নিয়োগ করেছেন এক জন ব্যক্তিগত সহকারী। এখন তিনি এক জন ব্যক্তিগত ফটোগ্রাফারও নিয়োগ করতে চান। সেই পদের জন্যই লোক খুঁজছেন তিনি। খবর আনন্দবাজার অনলাইন। ম্যাথিউয়ের সঙ্গে ঘোরার সময় যে ছবি তোলা হবে, তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করতে হবে।
এই কাজের জন্য আবেদনকারীর থাকতে হবে বৈধ পাসপোর্ট ও ক্যামেরা। আর থাকতে হবে ঘুরে বেড়ানোর ইচ্ছা। যদিও ঘুরতে যাওয়ার সব খরচই বহন করবেন লেপ্রে। তাই ঘুরে বেড়ানো যদি আপনার নেশা হয়, তা হলে স্বপ্নের কাজ পেতে যোগাযোগ করতে পারেন লেপ্রের সঙ্গে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
