অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান মাস শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪২ এএম, ১৩ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৫৯ পিএম, ১১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৫
অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বেশির ভাগ মুসলমান আজ ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন। স্থানীয়ভাবে চাঁদ দেখা না-দেখা নিয়ে মতপার্থক্যের কারণে অস্ট্রেলিয়া প্রায় প্রতিবছরই এভাবে দুই দিনে রোজা রাখা এবং ঈদ করা হয়। অভিবাসী মুসলমানদের অনেকেই নিজ নিজ দেশের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন। এবার বেশির ভাগ বাংলাদেশি মসজিদ থেকে বুধবার রোজা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। তারা মূলত মুনসাইটিং অষ্ট্রেলিয়া”র নির্দেশনা অনুসরন করে থাকে।
অন্যদিকে মধ্যপ্রাচ্য অভিবাসী নিয়ন্ত্রিত মসজিদে গতকাল রাতেই প্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন অনেকেই। এরা মূলত অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের নির্দেশনা অনুসরন করে থাকে।
এদিকে পবিত্র রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মুসলমানদের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিডনিতে ‘বাংলাদেশ ডেমোক্রেসি সামিট ২০২৫’: গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার ডাক
ভিক্টরিয়া বিএনপি কর্তৃক ৫০ তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা
অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন





