অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান মাস শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪২ এএম, ১৩ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৩৯ পিএম, ৩০ জানুয়ারী,শুক্রবার,২০২৬
অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বেশির ভাগ মুসলমান আজ ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন। স্থানীয়ভাবে চাঁদ দেখা না-দেখা নিয়ে মতপার্থক্যের কারণে অস্ট্রেলিয়া প্রায় প্রতিবছরই এভাবে দুই দিনে রোজা রাখা এবং ঈদ করা হয়। অভিবাসী মুসলমানদের অনেকেই নিজ নিজ দেশের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন। এবার বেশির ভাগ বাংলাদেশি মসজিদ থেকে বুধবার রোজা শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। তারা মূলত মুনসাইটিং অষ্ট্রেলিয়া”র নির্দেশনা অনুসরন করে থাকে।
অন্যদিকে মধ্যপ্রাচ্য অভিবাসী নিয়ন্ত্রিত মসজিদে গতকাল রাতেই প্রথম তারাবি নামাজ অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছেন অনেকেই। এরা মূলত অষ্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের নির্দেশনা অনুসরন করে থাকে।
এদিকে পবিত্র রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মুসলমানদের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অস্ট্রেলিয়া বিএনপির খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা
সিডনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা
সিডনিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান, শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উম্মোচন





