কূটনৈতিক টানাপোড়েন:অস্ট্রেলিয়ান সাংবাদিকরা চীন ছাড়লেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২১ পিএম, ৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:৩২ পিএম, ১ মে,বৃহস্পতিবার,২০২৫

কূটনৈতিক টানাপোড়েনের জেরে চীন থেকে নিজেদের সাংবাদিকদের সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়ার দুটি সংবাদমাধ্যম। দ্য অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের সাংবাদিক বিল বার্টলেস এবং অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউয়ের সাংবাদিক মাইক স্মিথ মঙ্গলবার সিডনি পৌঁছেন।জানা গেছে, অস্ট্রেলিয়ায় আসার আগে এই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে চীন।
একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিস পেইন বলেন, চীনের অস্ট্রেলিয়ান দূতাবাস সাংবাদিকদের কল্যাণ এবং তাদের দেশে ফেরার সাহায্য করছে।এর আগে অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক চেং লেইকে আটক করেছে চীন। যদিও চীন সরকারের পক্ষ থেকে তখন এই আটকের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। বিশ্লেষকরা বলছেন, অস্ট্রেলিয়া ও চীনের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার কারণে এই আটকের ঘটনা ঘটানো হয়েছে ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
