অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সংসদ নির্বাচনে লড়ছেন ৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৩১ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

আগামী ২৫ মার্চ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। অস্ট্রেলিয়ার দুটি প্রধান রাজনৈতিক দল হলো অস্ট্রেলিয়ান লেবার পার্টি ও লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া। লিবারেল পার্টি টানা তিন মেয়াদে সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ক্ষমতায় রয়েছে। তবে এবারের হিসাব একটু ভিন্ন। জনমত জরিপ গুলোতে লেবার পার্টি এগিয়ে থাকলেও নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এবারের নির্বাচনে লিবারেল পার্টি থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি মনোনয়ন পেয়েছেন। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় দল লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছে একজন।
লিবারেল পার্টি থেকে মনোনয়ন পাওয়া চার বাংলাদেশি হলেন রকডেল আসন থেকে মুহাম্মদ রানা, ম্যাককোয়ারি ফিল্ডস আসন থেকে ড. খায়রুল চৌধুরী,গ্র্যানভিল আসন এ এন এম মাসুম, থেকে এবং অবার্ন আসন থেকে মোহাম্মদ হাসিন জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। লেবার পার্টির একমাত্র বাংলাদেশী প্রার্থী রিজওয়ান চৌধুরী। তিনি ডেনাম কোর্ট আসন থেকে আপার হাউজে মনোনয়ন পেয়েছেন।
প্রসঙ্গত নিউ সাউথ ওয়েলসে প্রতি ৪ বছর অন্তর মার্চ মাসের ৪র্থ শনিবার রাজ্য সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নিউ সাউথ ওয়েলস রাজ্যটি ৯৩ টি নির্বাচনী এলাকায় বিভক্ত, যাকে ইলেক্টোরেটস ও বলা হয়।সংসদে রয়েছে দুটো স্তর - আইনসভা (Legislative Assembly) যাকে নিম্নকক্ষ ও বলা হয়। আর অন্যটি হল ৪২সদস্যের আইন পরিষদ (Legislative Council)। একে উচ্চকক্ষ ও বলা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত

জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
