তেল-চিনির দাম ৫ টাকা করে কমল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ১২:৫৪ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

ফাইল ছবি
দেশের বাজারে চিনি ও সয়াবিন তেলের দাম কমছে। প্রতিকেজি চিনি ও সয়াবিন তেল লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে।
এখন থেকে প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে ১৩৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা।
রোববার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানায়, প্রতিকেজি পরিশোধিত খোলা চিনির দাম হবে ১৩০ টাকা। বর্তমানে খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর প্রতিকেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির দাম হবে ১৩৫ টাকা। বর্তমানে প্রতিকেজি প্যাকেটজাত চিনি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দাম হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল দাম ১৫৯ টাকা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

স্বর্ণ ও ফ্ল্যাটে বিনিয়োগের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা

উদ্বেগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার

আদানি পাওয়ারের ৪৩৭ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ সম্পন্ন

এনবিআরের আন্দোলনে চট্টগ্রাম বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
