avertisements 2

 ঈদ উপলক্ষে জমে উঠেছে নতুন নোটের বাজার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:১৮ এএম, ২৯ এপ্রিল,সোমবার,২০২৪

Text

ঈদ মানেই খুশি-আনন্দ। আর ছোটদের ঈদে নতুন টাকা এ আনন্দ অনেকটাই বাড়িয়ে দেয়। তাই তো ছোটদের মুখে হাসি ফোটাতে বড়রা কিনে নেন নতুন টাকার বান্ডিল। আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে নতুন টাকার বাজার। চাহিদাও বেড়েছে। এই সুযোগে নতুন টাকার দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। তবে ব্যাংক থেকে নতুন টাকা পেতে বাড়তি টাকা গুনতে হচ্ছে না।

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর গুলিস্তান ও মতিঝিল সেনাকল্যাণ ভবনের সামনে অস্থায়ী টাকার বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন অঙ্কের নতুন নোটের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। আর ক্রেতারা দরদাম করে নতুন টাকা নিয়ে যাচ্ছেন।

তেমনই একজন শফিউল। তিনি গুলিস্তানে নতুন টাকা কিনতে এসেছেন। গণমাধ্যমকে বলেন, অন্য বছরের মতো এবারও টাকা কিনতে এসেছি। ব্যাংকগুলোতে নতুন টাকার যে লাইন, সেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। নতুন টাকা নিতে গেলে আর ব্যক্তিগত কাজ হয় না। এজন্য খোলাবাজার থেকেই নতুন টাকা কিনে আসছি প্রতিবার। তবে এবার টাকার প্রতিটি বান্ডিলেই ৩০-৫০ টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে।

একই কথা জানান অন্য ক্রেতা জয়নাল আবেদিন। তিনি বলেন, এর আগের বছরে নতুন দুই টাকার নোট কিনেছিলাম ১৭০ টাকা দিয়ে, এবার ২২০ টাকা চাওয়া হচ্ছে। দাম বেড়েছে ৫, ১০, ২০ টাকাসহ সব নোটের।

তবে ক্রেতাদের এসব কথা অস্বীকার করেন গুলিস্তানের নতুন টাকা ব্যবসায়ী রতন। তিনি গণমাধ্যমকে বলেন, এবার ক্রেতা আগের মতো নেই। মানুষ অন্য জিনিসই কিনতে পারছে না, সেখানে শখের টাকা কীভাবে কিনবেন।

দাম বাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন দাম আগের মতোই আছে।

মতিঝিলে নতুন টাকা বিক্রেতা সোলাইমান বলেন, টাকা আগের দামেই বিক্রি হচ্ছে। বিক্রি বেশি হওয়ায় অনেকেই দাম বেশি চাচ্ছে। কিন্তু ক্রেতারা দাম জানেন, তাই বেশি নেওয়ার সুযোগ নেই এখানে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2