avertisements 2

ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৮ এএম, ১৬ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৫১ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস। দিবসটি উপলক্ষে প্রিয়তমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি।
 
তবে এই দিনই বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’। এসময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় পরিবহন মার্কেট চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ই ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভন্ডামি চলে তার প্রতিবাদ করছি। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। এক জন চার-পাঁচটা প্রেম করে আমরা সেটার প্রতিবাদ জানাই। 

সমাবেশে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি হোসনে তামির (সোমালিয়ান)। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ ছাড়াও তাদের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে গণস্বাক্ষর কর্মসূচি, মাস্ক বিতরণ ও দরিদ্র-পথশিশুদের মাঝে খাবার বিতরণ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2