avertisements 2

হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি, পরিচালক উত্তম কুমার ওএসডি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২৪ পিএম, ৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১২:০৬ এএম, ২৬ এপ্রিল,শুক্রবার,২০২৪

Text

হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় কোটি কোটি টাকার দুর্নীতির বিষয়ে অভিযুক্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে ওএসডি (স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিএসএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বার্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। 

সেবা বিভাগের আদেশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে পরবর্তি আদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিতে নিয়মিত পরিচালক পদায়ন না করা পর্যন্ত হাসাপাতালের আর্থিক কর্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির উপপরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে পরিচালকের দায়িত্বসহ আয়ন-ব্যায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি সংক্রান্ত এক তদন্তে উত্তম কুমার বড়ুয়ার দুর্নীতির প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হয়। এ ঘটনায় ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

২০১৮-১৯ অর্থবছরে অপারেশন থিয়েটারের আটটি লাইট, দুটি কবলেশন মেশিন ও ভেন্টিলেটরসহ দুটি অ্যানেস্থেশিয়া মেশিন ক্রয়ে এই দুর্নীতি হয়েছে। অনিয়মের মাধ্যমে প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা লোপাট করা হয়েছে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2