ভ্যাকসিনের অভাবে নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৯ পিএম, ২৭ সেপ্টেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ১০:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

পাবনার ঈশ্বরদীতে বিষধর সাপের কামড়ে সানজিদা সুলতানা রিপা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিপা ঈশ্বরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং ইক্ষু গবেষণা কেন্দ্রের কর্মচারী আব্দুস সোবহানের মেয়ে।
মৃত রিপার ভাই শাহিন হোসেন জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ২টার দিকে ইক্ষু গবেষণা কেন্দ্রে তাদের আবাসিক কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন রিপা। তখন বিষধর সাপ রিপাকে কামড় দেয়। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপের বিষের ভ্যাকসিন (এন্টি স্নেক ভ্যানম) না থাকায় তাকে রামেকে নেয়া হয়। সেখানে শনিবার সন্ধ্যায় রিপার মৃত্যু হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
