avertisements 2

পাবনা-৪ উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩২ পিএম, ২৭ সেপ্টেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৯:৩৯ পিএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে ২,৩৯,৯২৪ ভোট পেয়ে পেয়ে বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫,৫৭৬ ভোট। এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে পাবনা-৪ আসনের উপ-নির্বাচন। সকালে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পৌঁছানোর কারণে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল পাঁচটা পর্যন্ত।

অন্যদিকে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর উপর অনাস্থা এনে অনিয়ম ও দুনীতির অভিযোগ তুলে ভোট বাতিল চেয়েছেন বিএনপির ধানের শীর্ষ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। আর হাবিবের দাবি মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।

প্রসঙ্গত: গত ২ এপ্রিল পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী, ভাষাসৈসিক, বীরিমুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবীদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2