চালকের অভাবে ২ বছরেও চালু হয়নি নৌ-অ্যাম্বুলেন্সটি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২০ এএম, ২৬ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০২:৫০ পিএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি দুই বছরেও চালু করা সম্ভব হয়নি চালকের অভাবে।
এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, খালিয়াজুরী একটি বিচ্ছিন্ন জনপদ। জেলা সদরের সঙ্গে এ উপজেলার আজও পুরোপুরি সড়ক যোগাযোগ গড়ে ওঠেনি। লক্ষাধিক জনঅধ্যুষিত এ উপজেলাটি বছরের প্রায় ছয় মাস পানিতে নিমজ্জিত থাকে। উপযোগী সড়ক যোগাযোগ না থাকায় এ উপজেলার স্বাস্থ্য বিভাগের জন্য অদ্যাবধি কোন অ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়নি। নৌ-পথে জরুরী রোগী পরিবহনের জন্য উপজেলাবাসী দীর্ঘদিন ধরে একটি নৌ-অ্যাম্বুলেন্স দাবি করে আসছিলেন।
ওই দাবির প্রেক্ষিতে ২০১৮ সালের জুলাই মাসে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে গুরুত্বপূর্ণ নৌযানটি অচল অবস্থায় পড়ে আছে। চালক না থাকায় এটি একদিনও ব্যবহার করা সম্ভব হয়নি। ব্যবহার ও যত্নের অভাবে দিনে দিনে সেটি নষ্ট হতে যাচ্ছে।
খালিয়াজুরীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গণি উসমানী বলেন, কমিউনিটি বেজ্ড হেলথ কেয়ার প্রজেক্টের আওতায় এ নৌ-অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এটি চালানোর জন্য চালকের কোনো পদ সৃষ্টি করা হয়নি। এ কারণে কাউকে নিয়োগও দেওয়া যায়নি। উপজেলার ভৌগলিক অবস্থা বিবেচনা করে এখানে একজন চালকের পদ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
