টাঙ্গাইলের সেই মসজিদ নির্মাণ করে দেবেন জাপা নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ এএম, ১২ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১২:৪১ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন আয়োজকরা। তওবা পড়েছেন বিভিন্ন মসজিদে।
গত শনিবার উপজেলার পলাশতলী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এদিকে ওই মসজিদটি নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী।
বৃহস্পতিবার ওই মসজিদ পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. খালেক মাস্টার, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক শুকুর মিলিটারি, এনায়েত করিম পীর সাহেব, মফিজ উদ্দিন মাস্টার, পলাশতলী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবদুস সামাদ, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কাজী আশরাফ সিদ্দিকী বলেন, মসজিদ একটি পবিত্র স্থান। আয়োজকরা এ কাজ করে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর কেউ যেন এ ধরনের ভুল না করে সেজন্য আমি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ওই মসজিদটি নির্মাণ করে দেব।