করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, হাসপাতালে ভর্তি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৯ পিএম, ৫ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০৬:০২ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ ভর্তি হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সকালে অনেক জ্বর ছিল। এখন কম। ভালো আছেন উনি। হাসপাতালে ভর্তি আছেন।’ করোনা পজিটিভ কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, করোনা পজিটিভ।’
এর আগে আগে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা জানতে তার নম্বরে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি ভালো আছি। হাসপাতালে ভর্তি আছি।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশের এসআই মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

কুয়াকাটায় জেলের জালে উঠল বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

শিক্ষিকা স্ত্রীর বঁটির কোপে ব্যাংকার স্বামী গুরুতর আহত

এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, জিতে যাবে : মাহবুব কামাল
