avertisements 2

'গা-ছাড়া ভাবের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে'

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৩২ পিএম, ৪ সেপ্টেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০২:৪৫ পিএম, ২ মার্চ,শনিবার,২০২৪

Text

সচেতনতার দিক থেকে গা-ছাড়া ভাবের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মধ্যে চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

চিকিৎসার বিষয়টি বিবেচনা করে বিএনপি নেত্রীকে এর আগে জামিন দেওয়া হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'করোনা পরিস্থিতিতে তার চিকিৎসার বিষয়ে চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।'

দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, 'অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে। সরকার তার সুচিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে বলেও তিনি জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'করোনা ও বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে, ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে।'
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, 'সরকার ও আওয়ামী লীগ প্রমাণ করেছে দুর্যোগ ও দুর্বিপাকে কীভাবে অসহয় মানুষের পাশে দাঁড়াতে হয়।'

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসময় আরেও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপ দফতর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়াসহ চিকিৎসকরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2