করোনায় সকালে স্ত্রী, বিকেলে স্বামীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৪ এএম, ৭ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০২:২৭ এএম, ২৭ আগস্ট,
বুধবার,২০২৫

করোনা কেড়ে নিলো আরও দুজন সাবেক শিক্ষা কর্মকর্তাকে। তাদের মধ্যে একজন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ ও তার সহধর্মিণী জুলেখা খাতুন ইডেন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তারা দুজন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান স্ত্রী জুলেখা খাতুন। বিকেলে নাজিম উদ্দিন।
রোববার মাউশির একাধিক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন। তারা বলেন, ‘জুলেখা ভাবি আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু স্যার সুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি মাউশিতে এসেছিলেন। কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল বহিষ্কৃত ও গ্রেফতার

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প্রার্থী : সর্ব মিত্র

নারী শিক্ষার্থীদের পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জবি ছাত্রদল সদস্য সচিবের, ফেসবুকে সমালোচনার ঝড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা
