avertisements 2

জয়পুরহাটে ট্রেন দুর্ঘটনায় ১০ জন নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৯ পিএম, ১৯ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০১:১৯ পিএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

Text

জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৫ জন। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে।

এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত হন ছয়জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2