avertisements 2

আইসল্যান্ডে ভূমিকম্প একদিনে কেঁপে উঠলো ১,৬০০ বার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:০৬ পিএম, ১২ মে,রবিবার,২০২৪

Text

আইসল্যান্ড। ফাইল ছবি

উত্তর-পশ্চিম ইউরোপের দেশ আইসল্যান্ডের রাজধানী রেইকিভেকের আশপাশে একদিনে প্রায় এক হাজার ৬০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনার পরপর দেশটিতে আগ্নেয়গিরির লাভা উদ্‌গিরণ শুরু হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফি এ তথ্য জানায়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফাগরাদালসফজাল পর্বতের পাদদেশে ভূমিকম্প শুরু হয়। এই পর্বত আগ্নেয়গিরির ওপর থাকায় এখানে গত দুই বছরে দুইবার অগ্নুৎপাত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রায় ১,৬০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে রাজধানী এলাকায়।

চারটি ভূমিকম্প চার মাত্রার বেশি ছিল উল্লেখ করে এতে আরও বলা হয়, পর্বত এলাকায় অগ্নুৎপাত হতে পারে।

যদিও এখনো পর্যন্ত অগ্নুৎপাতের কারণে ভূমিকম্পের লক্ষণ দেখা যায়নি তবে আগামী কয়েকদিনের মধ্যে তা ঘটার সম্ভাবনা আছে।

ইউরোপের সবচেয়ে বড় ও অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি আইসল্যান্ডে থাকায় দেশটিকে সব সময় অগ্নুৎপাতের ঝুঁকিতে থাকতে হয়।

এই ভূমিকম্পের ফলে বিমান চালনাসংক্রান্ত সতর্কতা “সবুজ” থেকে “হলুদ” করা হয়।

২০২১ ও ২০২২ সালে ফাগরাদালসফজাল পর্বতের কাছে লাভা ছড়িয়ে পড়েছিল। এটি রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে।

ইউরোপের মধ্যে আইসল্যান্ড সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। প্রতি বছর হাজারো পর্যটক দেশটিতে জীবন্ত আগ্নেয়গিরি দেখতে আসেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2