জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করেছে ফেসবুক
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ০৯:০৯ এএম,  ২ সেপ্টেম্বর,
                                    বুধবার,২০২০ | আপডেট:  ১২:০৭ এএম,  ৫ নভেম্বর,
                                    বুধবার,২০২৫
                                
                        
                    গত এক বছরে মানুষ ৩৮০ কোটি বার ফেসবুকে ভুল তথ্য দেখেছে এবং এটি চরমে পৌঁছে কোভিড-১৯ মহামারির সবচেয়ে সংকটজনক সময়ে। আভায নামের একটি সংগঠনের সমীক্ষা রিপোর্টে এই তথ্য জানা গেছে। তারা বলছে, ফেসবুক জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
 
ডাক্তাররা হুঁশিয়ারি দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় টিকা সম্পর্কে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তার ফলে যখন করোনা ভাইরাসের টিকা খুঁজে পাওয়া যাবে, তখন হয়তো অনেক মানুষ এই টিকা নিতে চাইবে না।
তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তারা যেসব পদক্ষেপ নিয়েছে, তা এই রিপোর্টে প্রতিফলিত হয়নি। এক বিবৃতিতে ফেসবুক বলেছে, অপপ্রচার রুখতে আভাযের এই লক্ষ্যের সঙ্গে আমরাও একমত। কিন্তু গত এপ্রিল হতে জুন পর্যন্ত আমরা কোভিড-১৯ এর ব্যাপারে ভুল তথ্য সম্বলিত ৯ কোটি ৮০ লাখ পোস্টের বিরুদ্ধে সতর্কবাণী দিয়েছি এবং ৭০ লাখ পোস্ট সরিয়ে নিয়েছি। -বিবিসি।

                                            
                                            
                                    
                                    
                                    
                                    
                                    


