avertisements 2

লাশ সাজিয়ে আনা হচ্ছিল ফেনসিডিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১৫ এএম, ৬ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৭:২৯ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

লাশবাহী গাড়িতে করে ঢাকায় আনা হচ্ছিল ফেনসিডিল। পুলিশের চোখকে ফাঁকি দিতে সেই ফেনসিডিলগুলো আবার কাফনের কাপড় পেচিয়ে লাশের মতো করে সাজানো হয়েছিল। আর পেছনে লাশের স্বজন সেজে আসছিল মাদক পাচারকারীরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না।

অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের এই চক্রকে রবিবার ঢাকার শাহবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমন (২৩)। তাদের কাছে থেকে দুই হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। পুলিশ লাশবাহী গাড়ি ও ফেনসিডিল জব্দ করেছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (গুলশান) উপকমিশনার মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেনসিডিলের বস্তা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে লাশবাহী গাড়ির পেছনে একটি কালো রংয়ের মাইক্রোবাসে যাত্রী সেজে ছিল এই পাচারকারীরা। এই দলটি এর আগেও ফেনসিডিল পাচার করেছে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে তারা ফেনসিডিল আনত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2