হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:২৫ পিএম, ৩০ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৪:০৬ এএম, ১ মে,বৃহস্পতিবার,২০২৫

চলে গেলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম। রবিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশোনের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিল ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভারের নানা সমস্যায় ভুগছিলেন গুলশান আরা সেলিম। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর তাকে ব্যাংককে চিকিৎসার জন্য নেয়া হয়েছিল।
প্রায় ২০ মাস সেখানে চিকিৎসাধীন থাকা পর চলতি বছরের ২০ অগাস্ট তাকে ঢাকায় এনে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। গত সাতদিন ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটিব্যাগে টান, হিঁচড়ে টেনে নিয়ে গেল নারীকে

ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট

‘ক্রসফায়ারের ভয়’ দেখিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডির কর্মকর্তারা: মেডিকোর মালিক

মডেল মেঘনা-সৌদি রাষ্ট্রদূত: পরিচয় আট মাসের, চার মাসে ‘বাগদান’
