avertisements 2

মেসিকে পেতে ৯ হাজার কোটি টাকার তহবিল গঠন সমর্থকের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩২ এএম, ২ সেপ্টেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৮:৫৮ এএম, ২০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪

Text

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টায় আছে ইউরোপের বেশ কয়েকটি দল। আর্জেন্টাইন মহাতারকাকে নিজেদের করে নিতে এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি, ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলগুলোর নাম শোনা গেলেও প্রথমবারের মতো জার্মান কোনও দলের নাম সামনে আসলো।
বুন্দেসলিগার দল স্টুটগার্টে মেসিকে ঘরে টানতে গিয়ে শিরোনামে আসলো এবার। তবে মজার বিষয় হচ্ছে, দলটির এক সমর্থক অনলাইনে ফান্ড গঠন করেছেন মেসিকে প্রিয় দলের জার্সি পরাতে।

 ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে যে, টিম আর্টম্যান নামের এই সমর্থকের গড়া তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র ২৬২ ইউরো।
টিম আর্টম্যানকে পাড়ি দিতে হবে বহুদূর। মেসির বাই আউটক্লোজ হচ্ছে ৭০০ মিলিয়ন ইউরো। তাকে কোনো ক্লাব দলে নিতে চাইলে বার্সেলোনকে এই অর্থ দিতে হবে। এ জন্যই আটঘাট বেঁধে নেমেছেন আর্টম্যান, গড়ে ফেলেছেন তহবিল। শেষ পর্যন্ত চূড়ায় পোঁছাতে পারবেন কি না, এটা সময়ই বলে দেবে।
ছয় বারের ব্যালন ডি’ অর জয়ীর জন্য ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ ঘোষণা করেছে বার্সা কর্তৃপক্ষ। বলা হচ্ছে, যে কোনো দলের পক্ষে এই খরচ চুকিয়ে মেসিকে নিজের করে নেয়া প্রায় অসম্ভব।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2