avertisements 2

ফের বাবা হচ্ছেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২৪ পিএম, ১ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:২৪ এএম, ২৯ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

Text

গত বছরের এপ্রিলে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৪ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় শিশিরের কোলজুড়ে আসে নতুন অতিথি।  নতুন অতিথি পুরনো হওয়ার আগেই আরও এক অতিথি আসার সুখবর দিলেন সাকিব।

তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব।  দ্বিতীয় মেয়ের সময় ফেসবুকে ভক্তদের জানিয়েছিলেন সাকিব। সে সময় বড় মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করে দ্বিতীয় কন্যার আগমনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এবারও তাই করলেন।  কিছুক্ষণ আগে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করেছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।  মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রায় দেড় লাখের বোশ মানুষ রিয়্যাক্ট দিয়েছেন ছবিটিতে।  কমেন্ট করেছেন ১৫ হাজারের বেশি মানুষ।  ইতিমধ্যে ছবিটি ২৭০০ জন শেয়ার করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2