সুইডেনে ফের পোড়ানো হল কোরআন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৭ পিএম, ১৩ সেপ্টেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৫:১৫ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

ফের মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে সুইডেনে। গত বৃহস্পতিবার দেশটির মুসলিম অধ্যুষিত এলাকায় ডেনমার্কের এক ডানপন্থী দল কোরআন পুড়িয়ে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে করা এক বিক্ষোভের মধ্যে ডেনমার্কের স্ট্রাম কুর্স দলের সদস্যরা স্টকহোমের রিঙ্কবিতে কোরআনের পুড়িয়ে দেয়।
স্ট্রাম কুর্স দলের লিডার কোরআন পোড়ানোর ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক ব্যক্তি কোরআন পুড়িয়ে দিচ্ছে।
খবরে বলা হয়েছে, দলটি কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছে অনুমতি চায়, তবে পুলিশ তা বাতিল করে দেয়। এরপরও পুলিশি নির্দেশ অমান্য করে দলটি এই ঘটনা ঘটিয়েছে।
এনিয়ে স্ট্রাম কুর্স দলের কট্টরপন্থী নেতা রাসমুস পলদান সামাজিক মাধ্যমে লিখেছেন, অনেক ক্রিমিনাল বলেছেন আমরা কোরআন কখনো পুড়তে পারবো না। কিন্তু আমরা তা করেছি।
তিনি আরো লিখেছেন, ইসলাম একটি বাজে এবং প্রাচীন ধর্ম যার ডেনমার্ক, সুইডেন বা অন্য কোন সভ্য সমাজে স্থান নেই।
এর আগে গত মাসে কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির দক্ষিণ প্রান্তে অবস্থিত মালমো চরম শহরে উত্তেজনা ছড়িয়ে পরে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালানোয় ৭৫ হাজার টাকা জরিমানা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি

দিল্লির মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে হামলার শিকার, গ্রেপ্তার ১
