শাপলা চত্বরে গণহত্যা: ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ নভেম্বর,
বুধবার,২০২৫ | আপডেট: ০৯:২২ পিএম, ১২ নভেম্বর,
বুধবার,২০২৫
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসাথে, পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।
এই মামলায় আসামি রয়েছেন- শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২১ জন। আজ এ মামলায় হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ও সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে।
অপরদিকে, চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এ মামলায় হাজির করা হয় সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৫ জনকে।
এছাড়া রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।





