মহাকাশ প্রতিরক্ষা চালু করল অস্ট্রেলিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৪:০২ এএম, ৩০ এপ্রিল,
বুধবার,২০২৫

অস্ট্রেলিয়াও এবার মহাকাশ প্রতিরক্ষার ওপর দৃষ্টি নিবদ্ধ করল। দেশটি একটি মহাকাশ প্রতিরক্ষা সংস্থা চালু করেছে যার লক্ষ্য এক্ষেত্রে রাশিয়া এবং চীনের উচ্চাকাঙ্ক্ষা মোকাবেলা করা।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন বলেছেন, নবগঠিত প্রতিরক্ষা স্পেস কমান্ড মহাকাশে অস্ট্রেলিয়ার স্থান সুরক্ষিত করবে। এয়ার ভাইস-মার্শাল ক্যাথ রবার্টস এটির নেতৃত্ব দেবেন।
বিজ্ঞাপন
ক্যাথ রবার্টস বলেছেন, তিনি বেইজিং এবং মস্কোর কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করতে অস্ট্রেলিয়ার অক্ষমতার কারণে তিনি ‘শঙ্কিত’৷
যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সবাই এমন অস্ত্র পরীক্ষা করেছে যা মহাকাশে থাকা স্যাটেলাইট ধ্বংস করতে পারে বলে মনে করা হয়। অস্ট্রেলীয় মহাকাশ প্রতিরক্ষা সংস্থার প্রধান বলেন, চীনা স্যাটেলাইট তাত্ত্বিকভাবে অস্ট্রেলিয়ার জাতীয় ব্রডব্যান্ড নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। ক্যাথ রবার্টস জানান, তার ভূমিকার মধ্যে রয়েছে মহাকাশের হুমকি সম্পর্কে অস্ট্রেলীয়দের "জাতীয় বোঝাপড়া" বৃদ্ধি।
ভাইস-মার্শাল রবার্টস বলেন, ‘আমরা এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। ‘আমরা তাদের ওপর একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত নির্ভর করতে পারি। তবে আমাদের নিজেদের সক্ষমতা অর্জনের গতি ত্বরান্বিত করতে হবে যাতে আমরা হুমকি মোকাবেলা করতে পারি। ’
সূত্র: বিবিসি\অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দপ্তর
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রয়োজন: অস্ট্রেলিয়ার সিনেটরদ্বয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
